আবারও জুটি বাঁধলেন জাহিদ-মৌসুমী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ এএম, ১৫ অক্টোবর ২০১৭
ছবি : সামির খান

প্রতিবারের ন্যায় এবারও ১ নভেম্বর শুরু হবে আয়কর মেলা। ২০০৮ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বছরের মতো এবারও সারাদেশে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলা উপলক্ষে বেশ জোর প্রচারণায় নেমেছে রাজস্ব বোর্ড। সমাজের গণমান্য ব্যক্তিদের নিয়ে চলছে প্রচারণা। সেই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে নাটিকা। পারভেজ আমিনের পরিচালনায় এই নাটিকায় জুটি বেঁধে হাজির হচ্ছেন অভিনয়ের নন্দিত দুই তারকা জাহিদ হাসান ও মৌসুমী। এর আগে নাটক-সিনেমাতে জুটি হয়ে কাজ করলেও প্রথমবারের মতো তারা রাষ্ট্রীয় কোনো প্রচারণায় একসঙ্গে অভিনয় করছেন।

গতকাল শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে এফডিসিতে শুরু হয়েছে এর দৃশ্যধারণের কাজ। সেখানে অংশ নিয়েছেন এফডিসিতে আছেন জাহিদ ও মৌসুমী। শুটিংয়ের ফাঁকে জাগো নিউজের সঙ্গে আলাপকালে জাহিদ হাসান জানান, 'মানুষকে কর দিতে উৎসাহ করার জন্যই এই নাটিকাটি নির্মিত হচ্ছে। আসন্ন রাজস্ব মেলা উপলক্ষে এটি প্রচার হবে। রাষ্ট্রের স্বার্থে যে কোনো কিছুই করতে ভালো লাগে। এই নাটিকাটিতে শুটিং করেও আনন্দিত আমি।'

তিনি আরও বলেন, 'এখানে আমার সঙ্গে আরও আছেন মৌসুমী ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। মূলত কর দেয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব, এটি জটিল কোনো প্রক্রিয়া নয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে।'

Jahid Hasan

মৌসুমী বলেন, 'দেশের স্বার্থে এই কাজে অংশ নিচ্ছি, ভাল লাগছে। দেশবাসীকে কর দেয়ায় মনযোগী করার উদ্দেশ্যেই এই প্রচেষ্টা। আর জাহিদ হাসানের সঙ্গে আগেও কাজ করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই মজার। আশা করছি এই নাটিকাটিও ভালো লাগবে সবার।'

নির্মাতা পারভেজ আমিন জানান, আজ রোববার পর্যন্ত শুটিং চলবে।

জানা গেছে, রাজধানী ঢাকাসহ আট বিভাগীয় শহরে মেলা চলবে সাতদিন। জেলায় শহরে চলবে চারদিন এবং ৮৭ উপজেলায় দু’দিন করে চলবে এবারের মেলা। মেলা শেষে ৮ নভেম্বর সেরা করদাতাদের সম্মাননা দেবে এনবিআর।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।