আসছে সিনেমা হল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ এএম, ১০ অক্টোবর ২০১৭

সিনেমা হল। নামটা শুনলেই অনেকগুলো চরিত্র চোখের সামনে ভেসে ওঠে। লাইটম্যান, গেটম্যান, টিকিট বিক্রেতা, ম্যানেজার, সুপারভাইজার, মেশিনম্যান, হলের মালিক ও তাদের পরিবার-পরিজন, হলের সামনের সাইকেল স্ট্যান্ড, দোকানি, বাদামওয়ালা এমনকি কালোবাজারিসহ নানা পেশার নানা শ্রেণির মানুষ।

এসব মানুষের চরিত্রগুলো নিয়েই তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘সিনেমা হল’। এ নাটকের গল্পটি বর্তমান সময়ের হলেও নাটকে বারবার ফিরে যাওয়া হয়েছে সত্তর দশক অথবা আশির দশকে যখন সিনেমা হলের ভালো সময় ছিল, সুপারহিট ছবির রমরমা ব্যবসা ছিল।

তখন সিনেমা হলের কর্মচারীদের মনে সুখছিল, শান্তি ছিল সমৃদ্ধি ছিল। কালক্রমে সেই সিনেমা হল বাংলাদেশের অন্যান্য সিনেমা হলগুলোর মতো বিবর্ণ হলো, শির্ণ, রুগ্ন হয়ে উঠেছে। সিনেমা হলে দর্শক নেই, সুপার হিট ছবি নেই, অসংখ্য সংকট আর সমস্যা।

নাটকের গল্প শুধুমাত্র সিনেমা হলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সিনেমা হল থেকে চলে আসবে এফডিসিতে। এখানকার হাল হকিকতও তুলে ধরা হয়েছে নাটকের মাধ্যমে। এই নাটক শুধু অতীত বা বর্তমানের নাটক নয়। ভবিষ্যতে যাতে সিনেমার বিস্তার, উন্নতি, রমরমা অবস্থা তৈরি হয়, সেই বিষয়টিও উঠে আসবে এই নাটকে।

রেজ মিডিয়া প্রযোজিত ‘সিনেমা হল’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, আবুল হায়াত, ফারুক আহম্মেদ, চিত্রনায়ক ইমন, শর্মিলী আহম্মেদ, চিত্রলেখা গুহ , নাদিয়া নদী, মিলন ভট্টাচার্য, আনোয়ার শাহী, সিদ্দিক মাষ্টার, সৈকত প্রামানিক, হিমে হাফিজ, মজিবর, আফরোজা, সূচনা, আরিফুর রহমান প্রমুখ।

বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। নাটকটি ১১ অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার, রাত ৮টায় প্রচার হবে এটিএন বাংলার পর্দায়।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।