ষড়যন্ত্র করে দেশের প্রযোজকদের তাড়ানো হয়েছে : মিশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৮ অক্টোবর ২০১৭

খল অভিনেতা মিশা সওদাগর বলেছেন, ‘আমি মনে করি চলচ্চিত্রের পিতা হলেন প্রযোজকরা। আজ কেউ নেই এখানে। একটি চক্র ষড়যন্ত্র করে দেশের প্রযোজকদের তাড়িয়ে দিয়েছে। অ্যাসোসিয়েশন বন্ধ করে দেয়া, ছবিতে লগ্নি করলেই পাইরেসি করে দেয়া- এসব করে প্রযোজক ধ্বংস করা হয়েছে। তাদের ফিরিয়ে আনতে হবে।’

আজ (রোববার) দুপুরে রাজধানীর একটি হোটেলে চলচ্চিত্র পরিবার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির মিলনমেলা অনুষ্ঠানে মিশা এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি দামি গাড়িতে চড়ি, দামি পোশাক পরি- সব এই সিনেমার জন্য। চলচ্চিত্রের মানুষদের জন্য, হল মালিক ও পরিবেশকদের জন্য। আজ বেদনার বিষয় আমরা মিলনমেলার আয়োজন করেছি সঙ্কট কাটাতে। কিন্তু এখানে চলচ্চিত্রের পিতারা (প্রযোজক) নেই।’

গেল রমজান মাসে যৌথ প্রযোজনার ইস্যু নিয়ে প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ সেন্সর বোর্ডের সামনে লাঞ্ছিত হন। আজ বক্তব্য দেয়ার সময় মিশা হল মালিকদের সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের গায়ে হাত তোলার ঘটনাটির জন্য নিন্দা ও দুঃখ প্রকাশ করেন।

সবশেষে শিল্পী সমিতির সভাপতি মিশা বলেন, ‘ঢাকা অ্যাটাক ছবিটি খুব ভালো ব্যবসা করছে। যদি এই ছবি পাইরেসি না হয় তবে আমরা বুঝব আমাদের প্রশাসন পাইরেসি ঠেকানোর ক্ষমতা রাখে। আমরা আশা করব আমাদের আর কোনো ছবির পাইরেসি হবে না। যদি হয় তবে কষ্ট পাব।’

আজকের এ মিলনমেলা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক, হল মালিক সমিতির সভাপতি ইফতেখারউদ্দিন নওশাদ, সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, হাসান ঈমাম, সোহেল রানা, আমজাদ হোসেন, সোহানুর রহমান সোহান, অঞ্জনা সুলতানা, জায়েদ খান, সাইমন, অরুণা বিশ্বাসসহ হল মালিক ও চলচ্চিত্র পরিবারের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনায়ক রিয়াজ

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।