নওশাদের কাছে প্রযোজক খসরুর দুঃখ প্রকাশ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৮ অক্টোবর ২০১৭

যৌথ প্রযোজনায় ছবি নির্মাণে অনিয়ম নিয়ে চলমান আন্দোলনে সিনেমা হল মালিক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের গায়ে হাত তুলেছিলেন চলচ্চিত্র পরিবারের বেশ ক’জন নেতাকর্মী। সেই অভিযোগে দায়ী ছিলেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু।

আজ (রোববার) দুপুরে রাজধানীর একটি হোটেলে চলচ্চিত্র পরিবার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির মিলনমেলা অনুষ্ঠানে প্রযোজক খসরু প্রদর্শক সমিতির নেতা নওশাদকে ‘প্রিয় বড় ভাই’ দাবি করে ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন।

এরপর খসরু বলেন, ‘সিনেমা হল মালিক নেতার প্রতি নয়, ক্ষোভ ছিল সেন্সর বোর্ডের সদস্যের প্রতি। তবে যা হয়ে গেছে, তা তো গেছেই। সবকিছুর জন্য আমি ব্যাক্তিগত ভাবে ক্ষমা চাই। তিনি (নওশাদ) আমার বড় ভাই। দেখা হলেই বুকে টেনে নেন। তারসঙ্গে এখনো সখ্যতার অভাব নেই। আমরা মিলেমিশে থাকব।’

খসরু আরও বলেন, ‘চলচ্চিত্রের স্বার্থে কোনো কম্প্রোমাইজে যাবো না। আমাদের হল দখল করে সংকটে ফেলা হচ্ছে। অনেক ভাল সিনেমা হল পলিটিক্সে ক্ষতির মুখে পড়ছে। কী অন্যায় কোটি কোটি টাকা লগ্নি করা প্রযোজকদের! জাজ মাল্টিমিডিয়া অনেকদিন ধরেই চলচ্চিত্রকে নির্যাতন করছে।’

‘আমরা সবাই মিলেমিশে ফারুক সাহেবের নেতৃত্বে এসব সংকট কাটাতে সক্রিয় রয়েছি। সরকারের কাছে শিগগিরই ৫০টি সিনেপ্লেক্স চাই। রাজনীতি মুক্ত হল চাই। তবেই আমাদের সিনেমা আবার চাঙ্গা হবে।’

মিলনমেলা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারুক, হল মালিক সমিতির সভাপতি ইফতেখারউদ্দিন নওশাদ, সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, হাসান ঈমাম, সোহেল রানা, আমজাদ হোসেন, সোহানুর রহমান সোহান, অঞ্জনা সুলতানা, মিশা সওদাগর, জায়েদ খান, সাইমন, অরুণা বিশ্বাসসহ হল মালিক ও চলচ্চিত্র পরিবারের নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনায়ক রিয়াজ।

এলএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।