নুসরাত ফারিয়ার বক্তব্যে ক্ষোভ, জাজকে সেলিম খানের চ্যালেঞ্জ

নাহিয়ান ইমন
নাহিয়ান ইমন নাহিয়ান ইমন , বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ০২ অক্টোবর ২০১৭

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নতুন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি জাগো নিউজকে বলেন, ‌‘জাজ যদি এখন থেকে বছরে পাঁচটি ছবি নির্মাণ করে, আমার শাপলা মিডিয়া থেকে ১০টি ছবি নির্মাণ করব। জাজ ১০টি ছবি নির্মাণ করলে শাপলা মিডিয়া ২০টি ছবি নির্মাণ করবে।’

আজ সোমবার (২ অক্টোবর) চলচ্চিত্র ফোরামের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে উপস্থাপিকা নুসরাত ফারিয়ার এক বক্তব্যের জের ধরে ক্ষোভ প্রকাশ করে এ চ্যালেঞ্জ করলেন সেলিম খান। তিনি বলেন, ‘আজকের অনুষ্ঠানে উপস্থাপিকা ছিলেন নুসরাত ফারিয়া ও মৌসুমী। কমিটির সদস্যদের নাম ঘোষণার সময় আমার নাম ডাকা হয়নি। বুবলীর নাম ডাকা হয়নি।’

তার ওপর ফারিয়া এক বক্তব্যে বলেছেন, ‘জাজের ইশারায় চলচ্চিত্র চলে। জাজ না থাকলে চলচ্চিত্র বাঁচবে না।’ কেন নুসরাত ফারিয়া এ ধরনের কথা বলবে? জাজ ছাড়া কি কেউ ছবি বানাচ্ছে না? আমার শাপলা মিডিয়া কি জাজের ইশারায় চলছে? দেশের সব প্রযোজনা প্রতিষ্ঠান কী জাজ চালাচ্ছে নাকি?’

তিনি আরও বলেন, ‘একটি সম্মিলিত সংগঠনের যাত্রা মুহূর্তে কেন সে এই কথা বলবে? চলচ্চিত্র ফোরাম তো জাজের মালিকানাধীন নয়! নাকি তারা তা মনে করছে? আমি এ বক্তব্য শুনেই বিরক্ত হয়ে বের হয়ে এসেছি। আমার সঙ্গে সঙ্গে শাকিব খান, উত্তম আকাশ, মৌসুমীও বের হয়ে এসেছে। তারাও বিরক্ত হয়েছেন। শাকিব খুবই মাইন্ড করেছেন এই বক্তব্যে। চারদিকে এমনিতেই এই সংগঠন নিয়ে নানা কানুঘুষা। তারমধ্যে এই ধরনের বক্তব্য এই সংগঠনের ভাবমূর্তি নষ্ট করেছে। আমাদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেছে।

জাজের পরিবারের লোকজন হয়তো ভাবছে চলচ্চিত্র ফোরাম তাদের একান্ত ব্যক্তিগত সংগঠন। মোটেও এমনটি নয়। চলচ্চিত্রের সব মানুষেরা মিলে এটা গড়ে তুলেছি। আমি নুসরাত ফারিয়ার এমন কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমন কান্ডজ্ঞানহীন কথা বলার জন্য তার শাস্তিও দাবি করছি। চলচ্চিত্র কারো ইশারায় চলে না। যে যার মতো করে চলে।’

জাজ মাল্টিমিডিয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে সেলিম খান বলেন, ‘জাজ ছাড়া ইন্ডাস্ট্রি চলে এটা আমি প্রমাণ করে দেব। এখন থেকে জাজ যে কটি ছবি বানাবে আমি তার ডাবল ছবি নির্মাণ করবো। যত টাকা লাগে বিনিয়োগ করবো। এটা শুধু আমার চ্যালেঞ্জ নয়, আমি নতুন করে ঘোষণা দিলাম। আমি কোনো যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ কিংবা টাকা লগ্নি করবো না। বাংলাদেশের শিল্পী ও সংস্কৃতি নিয়েই ছবি বানাবো।’

শাপলা মিডিয়া এই মুহূর্তে চারটি ছবি হাতে নিয়েছে। সেগুলো হলো ‘আমি নেতা হবো’, ‘হামলা মামলা ঝামেলা’, ‘চিটাগাইংঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘কেউ কথা রাখেনি’। সবগুলো ছবিতেই নায়ক শাকিব খান। নায়িকা হিসেবে আছেন মিম, বুবলী, রাহা তানহা খান প্রমুখ।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।