পূজার শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে কলকাতার নায়িকা নুসরাত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৮ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৭

মুসলিম হয়ে হিন্দু ধর্মের উৎসব দূর্গা পূজার আনন্দে সামিল হয়েছেন অনেকে। জাতি-ধর্ম ভুলে দূর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছেন কেউ কেউ। এমন শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার অনেক তারকা। যার মধ্যে রয়েছেন মুসলিম তারকা।

এবার কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান পূজার শুভেচ্ছা জানিয়ে ভক্তদের কাছে তীব্র রোষের মুখে পড়েছেন। এজন্য সোশ্যাল মিডিয়ায় রীতিমত তোপের মুখে পড়েছেন তিনি। ঘটনার সূত্রপাত গেল মঙ্গলবার, যেদিন ছিল ষষ্ঠী।

ওই দিন শহর কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছিলেন লাভ এক্সপ্রেস ছবির এই নায়িকা। এছাড়া কলকাতা পৌরসভার পক্ষ থেকে নুসরাতকে সেরা পূজা বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়েছিল। সেই কাজ শুরুর আগে নিজের গাড়িতে বসে একটি ভিডিও রেকর্ড করেন নুসরাত।

ওই দিন দুপুরের দিকে সেটি ফ্যান পেজে পোস্ট করেন নুসরাত। সেই ভিডিওটিতে নুসরাত জাহান সবাইকে দূর্গাপূজার শুভেচ্ছা জানান। একইসঙ্গে পূজার সময়টাতে চুটিয়ে আনন্দ করার বিষয়ে নিজের পরিকল্পনার কথাও জানান।

এরপর বাঁধে লঙ্কাকাণ্ড! এতেই বেজায় চটে যান মুসলিম মৌলবাদীরা। একজন মুসলিম মেয়ে হয়ে কেন হিন্দু ধর্মের অনুষ্ঠানে সামিল হয়েছেন নুসরাত? এই নিয়ে চলে ব্যাপক সমালোচনা। অভিনেত্রীর পিতামাতার শিক্ষার অভাব রয়েছে বলেও মন্তব্য করেছেন অনেকে।

রাজ চক্রবর্তীর শত্রু ছবিতে প্রথম জিতের সঙ্গে অভিনয় করেন নুসরাত। এরপর খোকা ৪২০, খিলাড়ি, অ্যাকশন, সন্ধ্যা নামার আগে, জামাই ৪২০, জুলফিকার, ওয়ান ছবিগুলো অভিনয় করে কলকাতা শীর্ষ স্থানীয় নায়িকাদের নামের তালিকায় উঠে আসে নুসরাতের নাম।

এনই/এইচএন/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।