ডিপজলের হার্টে রিং পরানো হয়েছে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৩ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭

ডিপজলের হার্টে রিং পরানো হয়েছে। হার্টের রক্তনালীতে ব্লক পাওয়া গেছে। গতকাল (সোমবার) বিকেলে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তার করোনারি স্ট্যান্টিং করা হয়। এর আগে ডিপজলের হার্টের এনজিওগ্রাম করা হয়।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত, বেশ ভালো আছেন ঢাকাই ছবির শক্তিমান এই অভিনেতা। তবে তাকে আগামী দেড় মাস চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ারের বরাত দিয়ে ডিপজলের ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহের মঙ্গলবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন।

এরপর উন্নত চিকিৎসার জন্য পরদিন বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী জবা ও মেয়ে ওলিজা মনোয়ার ও একমাত্র পুত্র।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।