৭ অক্টোবর চট্টগ্রাম মাতাবেন আইয়ূব বাচ্চু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭
ছবি : আরিফ আহমেদ

দেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি পারফর্ম করবে পাঠাও মোটরবাইক ফেস্টিভ্যালে। আগামী ৫, ৬ ও ৭ অক্টোবর বন্দর নগরী চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘পাঠাও মোটরবাইক ফেস্টিভ্যাল ২০১৭’ অনুষ্ঠিত হবে। সেখানে শো’র শেষদিন, ৭ অক্টোবর আইয়ুব বাচ্চু এবং তার ব্যান্ড এলআরবি শো স্টপার হিসেবে দর্শক মাতাবে।

বিশ্বের অনেক দেশেই মোটরবাইক ফেস্টিভ্যাল হয় নিয়মিত। কিন্তু আমাদের দেশে এমনটা খুব একটা দেখা যায় না। তবে দেরিতে হলেও এবার সেই উদ্যোগটি নিয়েছে যৌথভাবে উইজার্ড শোবিজ এবং বিডি মোটর সাইক্লিস্ট। দেশে প্রথমবারের মতো এই দুই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আয়োজন করতে যাচ্ছে ‘পাঠাও মোটরবাইক ফেস্টিভ্যাল ২০১৭’।

অনুষ্ঠান সম্পর্কে উইজার্ড শোবিজের কর্ণধার আরিফুজ্জামান রাসেল বললেন, ‘চট্টগ্রামের জি ই সি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য তিন দিনের এই ফেস্টিভ্যাল। সেখানে থাকবে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মোটরবাইক প্রদর্শনী, মোটর র‌্যালি, স্টান্ট শো, ডিজে এবং জনপ্রিয় কয়েকটি ব্যান্ডের লাইভ মিউজিক। এলআরবি এবং আইয়ুব বাচ্চু আমাদের সঙ্গে থাকায় আমি নিজেদের ধন্য মনে করছি।’

রাসেল আরো জানালেন, ‘ফেস্টিভ্যালে চট্টগ্রামের বাইরে থেকে আসা অংশগ্রহণকারীদের ভেন্যুতে টেন্ট করে থাকার নিরাপত্তা দেয়া হবে। এছাড়া সারাদেশ থেকে আগ্রহীরা এখানে এসে ফ্রি-স্টাইল স্টান্ট ও যেকোনো স্টান্ট, ক্লাবের স্টান্ট প্রদর্শন করারও সুযোগ পাবেন। চট্টগ্রামের পর ঢাকাসহ বিভাগীয় অন্যান্য শহরেও এই আয়োজন করা হবে।’

‘পাঠাও মোটরবাইক ফেস্টিভ্যাল ২০১৭’র ইভেন্ট পার্টনার হিসেবে আছে রেড কার্পেট এবং পিটুপি কমিউনিক্যাশন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।