জামিন পেলেন খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক
নাশকতা, সরকারি কাজে বাধাদান ও গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের হওয়া পৃথক চার মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। সোমবার হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারপতি মো. রেজাউল হক ও বিজ্ঞ বিচারপতি মো. খসরুজ্জামানের দ্বৈত বেঞ্চে শুনানি শেষে তার চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর হয়।
অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার পক্ষে জামিনের শুনানিতে অংশ নেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক।
শফিকুল আলম মনা যে চারটি মামলায় জামিন পেয়েছেন সেগুলো হলো, রূপসা থানার মামলা নং-২৫, তাং ৩১/০১/১৫, রূপসা থানার মামলা নং-০৩, তাং ০৪/০২/১৫, তেরখাদা থানার মামলা নং-০৩, তাং ০৯/০২/১৫ এবং ফুলতলা থানার মামলা নং-০৩, তাং- ১২/০২/১৫।
আলমগীর হান্নান/এসএস/আরআই