সুলতান সুলেমানের নির্দেশেই শাহাজাদা মুস্তাফার মৃত্যু!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে টার্কিশ সিরিয়াল ‘সুলতান সুলেমান’। এরইমধ্যে দীপ্ত টিভিতে বাংলা ডাবিং করা সিরিয়ালটির ৫টি সিজন প্রচার শেষ হয়েছে। বর্তমানে চলছে ৬ষ্ঠ সিজনের প্রচার। দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ও রাত ১০টায় প্রচার হচ্ছে বিদেশি এই সিরিয়ালটি।

আগামীকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রচার হওয়া পর্বে থাকছে দারুণ চমক। সুলতানের নির্দেশে শাহাজাদা মুস্তাফার করুণ পরিণতি হতে যাচ্ছে। কী অপেক্ষা করছে তার জন্য? মৃত্যু? নাকি ভাগ্যের জোরে বেঁচে যাবেন এই যাত্রায়? উত্তর জানা যাবে আগামীকালের পর্বে।

ধারাবাহিক ‘সুলতান সুলেমান’র গল্প গড়ে উঠেছে প্রায় সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্বের কাহিনী নিয়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী।

ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালে কাহিনী নিয়ে র্নিমিত এই মেগা সিরিয়ালে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে উঠার ইতিহাস।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।