শাকিবের অপেক্ষায় চলচ্চিত্রের নতুন সংগঠন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

আবার উত্তপ্ত হতে যাচ্ছে চলচ্চিত্রপাড়া। চলচ্চিত্র পরিবারের বাইরে তৈরি হতে যাচ্ছে নতুন আরও একটি সংগঠন। যার নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। নতুন এই সংগঠনে থাকবেন চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, পরিচালক, প্রযোজক, বুকিং এজেন্ট, পরিবেশক, হলমালিকসহ চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

সংগঠন তৈরির অন্যতম উদ্যোক্তা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখনো পর্যন্ত ২০০’শ সদস্য নাম এন্ট্রি করেছেন। এই সংগঠনের সম্ভাব্য সাধারণ সম্পাদক করা হয়েছে চিত্রপরিচালক কাজী হায়াতকে।’

আবদুল আজিজ বলেন, ‘আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আমরা সংবাদ করে ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ ঘোষণা দেয়া হবে। ১৯৩৭ সালে গঠিত ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন’ (ইমপা)-এর আদলে হতে যাচ্ছে চলচ্চিত্রের নতুন সংগঠনটি। আমরা শেষ মূহুর্তের প্রস্তুতি নিচ্ছি। শাকিব খানও আমাদের এই সংগঠনের ভাইটাল পোস্টে থাকবেন। তিনি দেশে ফিরলে আরো বিস্তারিত জানানো হবে। আমরা তার দেশে ফিরে আসার অপেক্ষায়।’

তিনি আরও বলেন, ‘আমরা চাইছি সরকারের অনুমোদন নিয়ে এই সংগঠন করতে। নিবন্ধন করে তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীণ একটি সংগঠন হবে এটি। চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে কাজ করবো আমরা। চলচ্চিত্রের বাইরে যে কোনো শিল্পী-প্রযোজকেরাও এখানে তালিকাভুক্ত হতে পারবেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, এই সংগঠনের সঙ্গে থাকছেন ওমর সানি, মৌসুমী, অমিত হাসান, শিবাসানু, কমল পাটেকার, আরিফিন শুভ, নানাশাহ, নাদের চৌধুরী, বিপাশা কবির, মিষ্টি জান্নাত, ববি, বুবলী, জলি, চিত্রপরিচালক জাকির হোসেন রাজু, গাজী মাহবুব, প্রযোজক মো: ইকবাল, নাসির উদ্দিন দিলু ছাড়াও অনেকে।

গেল জুনে যৌথ প্রযোজনায় ছবি মুক্তির ইস্যুতে দুইভাবে ভাগ হয় চলচ্চিত্রাঙ্গন। সেসময় চলচ্চিত্রের ১৮ সংগঠন নিয়ে গঠিত হয় চলচ্চিত্র পরিবার। সেই পরিবারের বাইরে থেকে কলাকুশলীরা মিলেই তৈরি করতে যাচ্ছেন চলচ্চিত্র ফোরাম।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।