ঈদের নাটক শুধু মায়ের জন্য


প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৪

মা-বাবার মৃত্যুর পর অনেক ভালবাসা আর স্নেহ দিয়ে ছোট ভাই রবিকে লালন পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী হেকমত উল­াহ। ছোট ভাইয়ের সব ইচ্ছাই পূরণ করেন তিনি। মায়ের আদেশ পালন করতে গিয়ে ভাইয়ের জন্য পাত্রীর সন্ধানে এক ম্যারেজ মিডিয়ার খপ্পরে পড়ে যান হেকমত উল­াহ। ঘটকের মাধ্যমে তার ভাইয়ের জন্য পছন্দ করেন মিলি নামের একটি মেয়েকে। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। এটি একটি নাটকের গল্প। নাটকের নাম ‘শুধু মায়ের জন্য’।

নাটকের মূল দুটি চরিত্র রবি এবং মিলি। রবি চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ আর মিলি চরিত্রে লামিয়া মিমো। নাটকের কাহিনী মূলত এ দুজনকে ঘিরেই আবর্তিত। আগামী ঈদ উল আযহার বিশেষ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে এটিএন বাংলায়।

ড. রুদ্র মোহাম্মদ মোস্তফা কামাল এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। এছাড়া নাটকটিতে অভিনয় করেছেন- তুষার খান, চিত্রলেখা গুহ, লামিয়া মিমো, সাব্বির আহমেদ, আশরাফুল আশীষ, নাজির খান, হ্যাপী, জোনাক নাজ, এসআই শহীদ, এসএম মোস্তফা কামাল, তৌফিক ইমরান, আরিফ, রোজি আক্তার প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।