চলে গেলেন অমিতা বসু


প্রকাশিত: ১১:০৬ এএম, ১২ জুন ২০১৫
প্রতীকী ছবি

প্রবীণ চলচ্চিত্র অভিনয়শিল্পী অমিতা বসু মারা গেছেন। শুক্রবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শোক প্রকাশ করেছে।

অমিতা বসুর ১৯৪৬ সালের ১৯ মার্চ বাগেরহাটের মোড়লগঞ্জে জন্ম গ্রহণ করেন। ১৯৬৯ সালে ‘আলোমতি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো- ‘যে আগুনে পুড়ি’, ‘বিন্দু থেকে বৃত্ত’, ‘জয় বাংলা’, ‘লালন ফকির’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘দেবদাস’, ‘নাজমা’ উল্লেখযোগ্য।

এছাড়া অভিনেত্রী অমিতা বসু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত ‘জল্লাদের দরবার’ শিরোনামে একটি নাটকে কণ্ঠও দিয়েছেন।

জানা গেছে, শিল্পীর মৃতদেহ তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।