বাবা হারালেন কণ্ঠশিল্পী ইমরান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৭

কণ্ঠশিল্পী ইমরানের বাবা মোজাম্মেল হক মারা গেছেন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা দেড়টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলািইহি রাজিউন)। দুপুরের পর ইমরানের বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বেইলি রোডের মনোয়ারা হাসপাতালের চিকিৎসককে তার বাসায় নিয়ে যাওয়া হয়।

এরপর ডাক্তারের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে আনার পর ইউসিজি করা হয়। জরুরি বিভাগ থেকে তখন জানানো হয়, মোজাম্মেল হক আর নেই। জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন মনোয়ারা হাসপাতালের জরুরি বিভাগের জনসংযোগ কর্মকর্তা বাদল সরকার।

ইমরানের পরিবারের সূত্রে জানা গেছে, আজ যাত্রাবাড়ির কোনাপারায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা হবে কাকরাইলে সার্কিট হাউজ মসজিদে। আর আগামীকাল সকালে শরীয়তপুরে দাফন হবে।

মৃত্যুর সময় ইমরানের বাবার বয়স হয়েছিল ৬০ বছর। চ্যানেল আই সেরা কণ্ঠের দিয়ে গানের ভুবনে পথচলা শুরু হয় ইমরানের।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।