সালমানের মায়ের নেতৃত্বে সিলেটে ভক্তদের বিক্ষোভ সমাবেশ
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র ২১তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে দেশব্যাপী বিক্ষোভ মিছিল, সমাবেশের অংশ হিসেবে তার জন্মস্থান সিলেটেও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার বিকেলে সিলেট কোর্ট পয়েন্টে সালমান শাহ ভক্ত ঐক্যজোটের প্রধান উপদেষ্টা ও সালমান শাহর মা নীলা চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়। সেখানে নীলা চৌধুরী বলেন, ‘সালমান শাহ আত্মহত্যা করেনি। তাকে অপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের কথা রুবিসহ দুজন আসামি স্বীকারও করেছে। তারপরও খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে না। শুধু সামিরা আর তার বাবা বলছে সালমান শাহ আত্মহত্যা করেছে। এ দুজন ছাড়া আর কেউ একথা বলেনি। কারণ তারা এই হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত।’
তিনি অভিযোগ করে বলেন, ‘কারা কারা সালমান শাহকে হত্যা করেছে কেন হত্যা করেছে তার সবকিছুই জানতো রুবির ভাই রুমি। যার কারণে তাকেও গুম করা হয়েছে।’
এর আগে নীলা চৌধুরীর নেতৃত্বে সালমান শাহ ভক্ত ঐক্যজোট নের্তৃবৃন্দ হজরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন সালমান শাহর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এলএ