ঢাকায় আসছে ডাইনোসরের দল (ভিডিও)


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৯ জুন ২০১৫

সর্বশেষ ১৯৯৩ সালে রুপালী পর্দায় দেখা গিয়েছিলো তাদের। তারপর দুই দশকেরও বেশি সময় কেটে গেছে। অবশেষে ২২ বছরের অপেক্ষার পর আবারও ফিরে আসছে ডাইনোসররা। সায়েন্স ফিকশন এ্যাডভেঞ্চার ‘জুরাসিক পার্ক’ সিরিজের চতুর্থ চলচ্চিত্র হিসেবে নির্মিত হয়েছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’।

আসছে শুক্রবারেই সিনেমাটি মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। একই দিন ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘জুরাসিক ওয়ার্ল্ড’।

প্রথম সিনেমায় জুরাসিক থিম পার্কের যেখানে ডাইনোসরদের অবলুপ্তি হয়েছিল, সেখান থেকেই এবারের গল্পের শুরু। দেখানো হচ্ছে ডাইনোসর অবলুপ্ত হলেও জেনেটিক্যালি মডিফায়েড ডাইনোসর তৈরি করা হয়েছে। সেটাই এই পার্কের দর্শকদের নয়া আকর্ষণ। তবে এর পরেই ঘটতে থাকবে নানা কাণ্ডকারখানা। এবারের ট্রেলরের ডাইনোসররা প্রথম ছবির থেকেও মারাত্মক।

এবারের ছবিতে অভিনয় করতে দেখা যাবে ক্রিস প্যাট ও ব্রায়াস ডালাস হোওয়ার্ড। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা ইরফান খানকে।

‘জুরাসিক পার্ক’ পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা ও চিত্রনাট্যকার কলিন ট্রেভরো।

দেখুন ছবিটির ট্রেলার :


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।