শুভ জন্মদিন নিপুন
জনপ্রিয় অভিনেত্রী নিপুন আক্তারের জন্মদিন মঙ্গলবার। তার এই বিশেষ দিনে জাগো নিউজের পক্ষ থেকে অনেক অভিনন্দন।
বিগত কয়েক বছর ধরেই ছোট পর্দা ও চলচ্চিত্রে সাফল্যের সাথে পথ চলছেন নিপুন। পেয়েছেন দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা রকম প্রশংসা ও স্বীকৃতি। এই তো গেল মাসেই টরেন্টোতে সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ‘৭১-এর মা জননী’ ছবির জন্য অ্যাওয়ার্ড পান নিপুন। ছবিটি আবারও এ বছরের ঈদে প্রদর্শন করা হবে।
বড়পর্দার পাশাপাশি বিশেষ দিনগুলোতে ছোটপর্দাতেও দেখা যায় নিপুনকে। এবার ঈদেরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন নিপুন। এরমধ্যে মাসুদ সেজান পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক সিক্যুয়াল ‘ফরমালিন অ্যাকশন’ শিরোনামের ৬ পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় শেষ করছেন নিপুন।
তবে সম্প্রতি ‘অজ্ঞাতনামা’ শিরোনামের নতুন একটি ছবিতে কাজ করেছেন নিপুন। ছবিটি পরিচালনা করেছেন তৌকির আহমেদ। ছবিটি নিয়ে নিপুন বলেন, ‘বাইরের যত কাজ ছিল তা আমরা শেষ করেছি। এখন ঢাকায় গানের শুটিংগুলো শেষ করবো। দারুণ একটি গল্প ছবিটির। আর তৌকির ভাই তার কাজের জন্য বরাবরই প্রশংশিত। ভালো একটি কাজ হচ্ছে।’
প্রসঙ্গ, নিপুন ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন ২০০৬ সালে। তার প্রথম ছবির নাম রত্নগর্ভা মা। ছবিটি আজও মুক্তি পায়নি। তবে থেমে থাকেননি নিপুন। এ পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এসব ছবিতে তিনি নায়ক মান্না, রিয়াজ, ফেরদৌসৈ, আগুন, শাকিব খান, আমিন খান, রুবেল, বাপ্পারাজ, কাজী মারুফ, ইমন, নীরব ও কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধেছেন।
২০০৬ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘সাজঘর’ ছবিতে অভিনয় করে সেরা পার্শ চরিত্রের অভিনেত্রী হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর ২০০৮ সালে মুহম্মদ হান্নানের পরিচালনায় চাঁদের মতো বউ ছবিতে নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
এলএ