অনেকদিন পর ফেরদৌসী মজুমদার


প্রকাশিত: ০৭:২৯ এএম, ০৯ জুন ২০১৫

মঞ্চের সম্রাজ্ঞী তিনি। অবশ্য অসংখ্য টিভি নাটকের অভিনয় দিয়েও নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তিনি সবার প্রিয় অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। সম্প্রতি একটি নতুন নাটকে কাজ করলেন।

অনেকদিন পর ফেরদৌসী মজুমদার অভিনীত এই নাটকের নাম ‘মাকে আমার পড়ে না মনে’। এতে মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। লিখেছেন ও পরিচালনা করেছেন শিমুল সরকার।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌসী মজুমদার বললেন, ‘এখন আর খুব বেশি কাজ করা হয় না। যেসব নাটকে নিজের কাজ করার জায়গা থাকে সেসব নাটকই করতে চাই। এই নাটকের চিত্রনাট্যটির প্রথম দৃশ্যে চোখ বুলাতে গিয়ে এক নিমেষে পুরোটা পড়ে ফেলি। সংলাপে, নাটকীয়তায় আর ভাষাশৈলীতে অনেকদিন পর একটা দারুণ গল্প পেয়ে কাজটা করলাম। প্রচন্ড গরম সত্ত্বেও আনন্দ নিয়েই অভিনয় করেছি।’


নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করেছেন নতুন প্রজন্মের অভিনেত্রী শবনম ফারিয়া। ফেরদৌসী মজুমদারের সাথে অভিনয় করা প্রসঙ্গে তিনি বললেন, ‘ফেরদৌসী আপা আমাদের কয়েক প্রজন্মকে তার অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছেন। তার মতো কিংবদন্তিতুল্য অভিনেত্রীর সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। নাটেকর গল্প ও আমার চরিত্রটি খুব সুন্দর। কাজ করে তৃপ্তি পেলাম।’

পরিচালক জানালেন, নাটকটিতে ফেরদৌসী মজুমদার ও শবনম ফারিয়া ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, খালেদা আক্তার কল্পনা, শামীমা তুষ্টি, সাব্বির আহমেদ, বিথী রানী সরকার, আরজে সায়েম, আহসান কবির, তারিক স্বপন প্রমুখ।

এটি আসন্ন রোজার ঈদে একটি বেসরকারী চ্যানেলে প্রচার হবে।


এলএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।