আব্দুল জব্বারের সঙ্গে আমার সম্পর্কটা লোকমুখে থেকেই যাবে : ফারুক

লিমন আহমেদ
লিমন আহমেদ লিমন আহমেদ , বিনোদন প্রধান
প্রকাশিত: ০৮:২৩ এএম, ৩০ আগস্ট ২০১৭

১৯৭৮ সাল। মুক্তি পায় ‘সারেং বউ’ নামে এক ছবি। গ্রামীন প্রেক্ষাপটে এক সারেং ফারুক ও তার স্ত্রী কবরীর করুণ দিনযাপন এবং বিরহের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছিলেন প্রয়াত নির্মাতা আব্দুল্লাহ আল মামুন। শহীদুল্লাহ কায়সারের গল্প অবলম্বনে নির্মিত এই ছবিটি পেয়েছিলো তুমুল জনপ্রিয়তা। সময়ের স্রোতে হয়েছে কালজয়ী।

সেই ছবির নায়ক ফারুকের মুখে পর্দায় বেজেছিলো ‘ওরে নীল দরিয়া’ শিরোনামের একটি গান। এই গান ছবিটিকে জনপ্রিয়তার অনন্যতায় নিয়ে গেছেন বলে দাবি করেনে অনেকেই। ফারুকের ঠোঁটের সেই গানটিতে কন্ঠ দিয়েছিলেন সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী আব্দুল জব্বার।

সেই গানটির পর থেকে আব্দুল জব্বারের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিলো চিত্রনায়ক ফারুকের। ছিলেন ভালো বন্ধুও। আজ বুধবার সেই বন্ধুর মৃত্যুতে তাই শোকে মুহ্যমান ফারুক। জাগো নিউজকে বলেন, ‘শোকের সাগরে ডুবে আছি বলা যায়। একে তো শোকের মাস। এই মাস এলেই মনটা বিষন্ন হয়ে থাকে বঙ্গবন্ধু ও তার পরিবারের বিয়োগ বেদনায়। তার উপর গেল সপ্তাহেই প্রাণের মানুষ রাজ্জাক ভাই চলে গেলেন। আজ শুনলাম বন্ধু আব্দুল জব্বার আর নেই। শোকের বোঝা ভারী হয়ে গেল।’

তিনি আব্দুল জব্বারকে নিয়ে বলেন, ‘সেই ‘ওরে নীল দরিয়া’ কালজীয় গানের পর আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠেছিলো। আমরা মুক্তিযুদ্ধ করেছি। তার সঙ্গে রাজনৈতিক আদর্শেও মিল ছিলো। একটা সময় লম্বা বিরতি পড়েছে বটে। কিন্তু সম্পর্কটা থেকে গেছে মনে মনে। তাকে নিয়ে স্মৃতিচারণ করেতে গেলে শেষ হবে না। সে আজ নেই, আমি আছি। আমিও একদিন থাকবো না; সেদিন তবুও আব্দুল জব্বারের সঙ্গে আমার সম্পর্কটা লোকমুখে থেকেই যাবে। লোকে ওর নাম নিলে আমার নাম নেবে, আমার নাম নিতে গেলে ওর নামও চলে আসবে। এই সম্পর্কটাও কিন্তু কিংবদন্তি।

আমি মনে করি তাকে হারানো মানে শুধু সংগীতের ক্ষতি নয়। আব্দুল জব্বার ছিলেন চলচ্চিত্রেরও মানুষ। চলচ্চিত্রে গাওয়া বেশ কিছু গান তার কালজয়ী হয়ে আছে। এগুলো তাকে কিংবদন্তি করে রেখেছে। তাকে বাঁচিয়েও রাখবে। আল্লাহ তাকে বেহস্ত দান করুক।’

আব্দুল জব্বারের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক। তিনি দেশবাসীর কাছে বন্ধু-সহকর্মীর জন্য দোয়াও প্রার্থনা করেছেন।

প্রসঙ্গত, আব্দুল জব্বারের গাওয়া ‘ওরে নীল দরিয়া’ গানটির সুরকার ছিলেন আলম খান। আর এই গানটি লিখেছিলেন মুকুল চৌধুরী।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।