কণ্ঠ সৈনিকের মৃত্যুতে স্পিকারের শোক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ এএম, ৩০ আগস্ট ২০১৭

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ।

বুধবার এক শোকবাণীতে স্পিকার বলেন, আব্দুল জব্বারে মৃত্যুতে বাংলাদেশ একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহককে হারালো। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ ছাড়াও আব্দুল জব্বারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং প্রধান হুইপ আ স ম ফিরোজ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

এইচএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।