পদত্যাগ করবেন গুগল গ্লাসের ব্যবসা প্রধান


প্রকাশিত: ০৩:০৪ এএম, ০৮ জুন ২০১৫

গুগল গ্লাসের ব্যবসা প্রধান ক্রিস ও’নেইল ১৩ মাস দায়িত্বে থাকার পর পদত্যাগ করছেন। গত বছরের মে মাসে গুগল এক্সের বৈশ্বিক ব্যবসা পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। গুগল গ্লাসের ব্যবসা প্রধানের পদ ছাড়লেও তিনি গুগলেই থাকছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়। খবর রি/কোড।

গুগল গ্লাস নিয়ে উচ্চ প্রত্যাশায় কাজ শুরু করেছিল মার্কিন প্রতিষ্ঠান গুগল। মাঝে একবার বাজারে ছাড়লেও অল্প সময়ের মধ্যে তা আবার তুলে নেয়া হয়। সাধারণ গ্রাহকরা না পেলেও ব্যবসায়িক কাজে ডিভাইসটির ব্যবহার হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে এ ডিভাইস বিক্রি করছে মার্কিন প্রতিষ্ঠানটি। বিশেষ করে অটোমোটিভ ও মেডিকেল যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠানগুলো এ ডিভাইস ব্যবহার করছে। এ কারণে গুগল গ্লাস প্রকল্প এখনো বহাল তবিয়তেই রয়েছে।

গুগল কানাডায় চার বছর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পর নেইল গুগল গ্লাস টিমে যোগ দেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির খুচরা বিক্রি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি ফিন্যান্স ও সেলস বিভাগ দেখাশোনা করতেন। বিভাগটিতে তিনি যোগ দেন ২০০৫ সালে। নেইলের পদ ছাড়ার বিষয়ে জানতে চাইলে গুগলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য দেয়া হয়নি। এ কারণে নেইলের জায়গায় কে আসছেন, সে বিষয়েও কোনো ধারণা পাওয়া যায়নি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।