মোশাররফ করিম গোয়েন্দা মামা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৮ আগস্ট ২০১৭

দীপ্ত টিভিতে ঈদুল আযহা উপলক্ষে বিশেষ তিন পর্বের ধারাবাহিক নাটক ‘গোয়েন্দা মামা’ প্রচারিত হবে। ঈদের ১ম দিন থেকে ৩য় দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৩০মিনিটে দেখানো হবে নাটকটি।

এখানে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন তাহসিন, গোলাম কিবরিয়া ও আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যায়, মাসুদ মাজহার, মানে মামা জীবনে সবদিকে ব্যর্থ হয়ে গোয়েন্দাগিরি শুরু করে। ভুঁড়ির মাপ দেখে কেউ তাকে তদন্তভার দেয় না। সুন্দরী পাপড়ি ভরসা করে গোয়েন্দা মামাকে নিজের বিড়াল খোঁজার দায়িত্ব দেয়। এভাবেই মজা করে এগিয়ে চলে নাটকের গল্প।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।