চলচ্চিত্র বাঁচাতে তথ্যমন্ত্রীকে হাতজোড় অনুরোধ কাজী হায়াতের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৭ আগস্ট ২০১৭

চলচ্চিত্রের বর্তমান সঙ্কট দূরীকরণে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নিকট হাতজোড় করে অনুরোধ করলেন নির্মাতা কাজী হায়াৎ।

রোববার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বেপরোয়া ছবির মহরতে তথ্যমন্ত্রীর উপস্থিতিতে কাজী হায়াৎ বলেন, ‘আমাদের চলচ্চিত্রে যে বিভাজন তৈরি হয়েছে সেটা এখনই দূর করা প্রয়োজন। না হলে চলচ্চিত্র শিল্প অচিরেই ধ্বংস হয়ে যাবে। তাই আমি তথ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আপনি এই বিভাজন দূর করুন।’

কাজী হায়াৎ বলেন, ‘রাজ্জাক সাহেবের ছেলে বাপ্পারাজ ফিল্মে বিভাজন দূর না হলে এফডিসিতে আসবে না বলে জানিয়েছেন। এটা আমার ও সবার জন্য খুব লজ্জার বিষয়। সব ভুলে আবার একসঙ্গে কাজ করা উচিত আমাদের।’

বেপরোয়া ছবিটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন ববি ও রোশান। আরও অভিনয় করবেন কাজী হায়াৎ, নাদের চৌধুরী, তারিক আনাম খান, মিনা রহমান, কমল, নানাশাহ, শিবা সানু প্রমুখ।

এনই/এলএ/এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।