অনুশীলনে টিম ভিশন


প্রকাশিত: ০৩:১০ এএম, ০৭ জুন ২০১৫

বিনোদন জগতের তারকা ও ক্রিকেটারদের নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভাল। আগামী ৮ এবং ৯ জুন দেশের প্রায় শতাধিক মিডিয়া সেলিব্রেটি এবং ক্রিকেটার মেতে উঠবে ব্রেভারের এই সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভালে।



সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভালে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে চায় ‘টিম ভিশন’। এ লক্ষ্যে রোববার সকাল থেকেই অনুশীলনে নেমেছে টিমের খেলোয়াড়রা। তারকা জগতের সেলিব্রেটিদের সমন্বয়ে গঠিত এই টিমের সদস্য হয়ে রাজধানীর কলাবাগান মাঠে অনুশীলন করছেন কণ্ঠশিল্পী আরেফিন রুমি, অভিনেতা নিরব, অভিনেত্রী তানিশা ও নির্মাতা আরিফ এ আহনাফসহ অনেকেই। অনুশীলন চলবে বেলা ১১টা পর্যন্ত।



দেশের অন্যতম ইলেক্ট্রনিক হোম অ্যাপ্লায়েন্স ভিশন-এর স্পন্সর। টিমের অধিনায়কের দায়িত্ব পালন করছেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নিরব। টিম ব্যবস্থাপনায় রয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের পিআর প্রোডাকশনের প্রধান (প্রোগ্রাম) মো. মাসুদুজ্জামান, টিম ম্যানেজার আরএফএলের হেড অব মার্কেটিং আরাফাতুর রহমান, টিম কো-অর্ডিনেটর জাগোনিউজ২৪.কম এর ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ ও প্রাণ-আরএফএল গ্রুপের মিডিয়া ব্যবস্থাপক (প্রোগ্রাম) নাজমুল হুদা শাপলা।

এছাড়া টিম ব্যবস্থাপনায় রয়েছেন টিম স্পন্সরশিপ ভিশনের সহকারী ব্র্যান্ড ম্যানেজার রকিব আহমেদ।

উল্লেখ্য, সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভালের ১৮টি ম্যাচ আগামী ৮-৯ জুন মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। রাউন্ডরবিন লিগ পদ্ধতিতে ছয়টি দল খেলবে শিরোপার জন্য। আর সবগুলো ম্যাচের হাইলাইটস এবং টুর্নামেন্টের আনুষাঙ্গিক নিয়ে ঈদ-উল-ফিতরে গাজী টেলিভিশনে ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত টিভি অনুষ্ঠান নির্মাণ এবং সম্প্রচার করা হবে।

এসএ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।