নায়করাজ নিজেই একটা ইতিহাস : সোহেল রানা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫ এএম, ২৬ আগস্ট ২০১৭

‌‘যেভাবে তুমি চলে গেছ, সেভাবে বোধহয় কেউ যাবে না; তুমি যেভাবে চলে গেলে তেমনভাবে কেউ যায় না’- নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে তার শোকসভায় এভাবেই প্রিয় বন্ধুকে স্মরণ করলেন চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা।

তিনি বলেন, ‘চলে যাওয়া সবসময় চলে যাওয়া হয় না। তুমি চলে গেলেও আমাদের মনের রাজ্যে বিরাজ করছ। বাংলাদেশ চলচ্চিত্র যতদিন থাকবে তোমার নাম ততদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেখানেই থাক ভালো থেক। স্রষ্টা যেন তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’

চলচ্চিত্র পরিবারের আয়োজনে এ শোকসভায় সোহেল রানা আরও বলেন, ‘আমি আজ নায়করাজ নিয়ে কোনো স্মৃতিচারণ করব না। তাকে নিয়ে স্মৃতিচারণ করলে শেষ করা যাবে না। তিনিই ঢাকাই ছবির একটা ইতিহাস। আর ইতিহাস কোনোদিন বলে শেষ করা যায় না।’

শোকসভায় আরও উপস্থিত ছিলেন সুচন্দা, সুজাতা, রোজিনা, আলমগীর, ফেরদৌস, নূতন, ওমর সানী, সম্রাট, আমজাদ হোসেন, এফডিসির এমডি তপন কুমার, মিশা সওদাগর, জায়েদ খান, বাপ্পী, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ, প্রযোজক খসরু প্রমুখ।

আলোচনা সভার সঞ্চালক ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।