নায়করাজের নামে শুটিং ফ্লোর ও স্ট্যাচু নির্মাণের দাবি রোজিনার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৬ আগস্ট ২০১৭

চলচ্চিত্র পরিবারের আয়োজনে নায়করাজের স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ১১ টায়। সেখানে চলচ্চিত্র পরিবারের কাছে রোজিনা অনুরোধ করেন বলেন, ‌‘এফডিসিতে রাজ্জাকের নামে একটা স্ট্যাচু করা হয়, আর একটা ফ্লোরের নাম যেন এ নায়কের নামে করা হয়। আমি এই দাবি জানাচ্ছি।

যদিও রাজ্জাক সাহেবের অবদানের কাছে এটুকু নিতান্তই নগন্য, তবুও এফিডিসিতে পা রেখে তার সম্মানে নত হতে চাই। সেজন্য এটুকু দাবি আমার রইলো।’

রোজিনা বলেন, ‘রাজ্জাক সাহেবকে দেয়ার মত আমাদের কিছুই নেই। উনিই বরাবর আমাদেরকে দিয়ে গেছেন। সুতরাং আজ এই সামান্য কাজটা করে আমরা আমাদের নায়ককে সম্মান জানাতে পারি।’

রোজিনা আরো বলেন, ‘বাংলা চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবেন নায়করাজ রাজ্জাক। উনি শুধু নায়কই ছিলেন না উনি ছিলেন একজন শিক্ষক। উনি আমাদের সবার অভিভাবক ছিলেন।’


এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।