নিষেধাজ্ঞা না তুলে নিলে এফডিসিতে আসব না : বাপ্পারাজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৬ আগস্ট ২০১৭

‌‘আপনারা যদি সকল নিষেধাজ্ঞা, মামলা তুলে না নেন, তাহলে এফডিসিতে আর আসব না। হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে শেষ দেখা।’ চলচ্চিত্র পরিবারের উদ্দেশ্যে নায়করাজ রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজ এসব কথা বলেন।

চলচ্চিত্র পরিবারের আয়োজনে নায়করাজের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আজ শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টায়। সেখানেই একথা বলেন বাপ্পারাজ।

তিনি বলেন, ‘আমিও হয়তো ভুল করে অনেক কথা বলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভুল করেছি এজন্য নোটিশ পাঠানোর দরকার নেই। শাকিব ভুল করেছে এজন্য বয়কট করার দরকার কী? শাকিবকে ডাকলে শাকিব আসবে না কেন?’

বাপ্পারাজ বলেন, ‘আসুন আমরা সব ভুলে আবারও একসঙ্গে কাজ করি। এ অবস্থা চলতে থাকলে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। এটা আমরা কখনই চাই না।’

চলচ্চিত্র পরিবারের আয়োজনে শনিবার এফডিসিতে নায়করাজ রাজ্জাক স্মরণসভায় বাপ্পারাজ বলেন, ‌‘আমার বাবাকে নিয়ে প্রশ্ন আছে অনেকের যে, রাজ্জাক সাহেব সিনেমা হল না করে মার্কেট কেন করলেন? ফাইন, এই তর্কে আমি যাব না। তিনি কেন মার্কেট করলেন, সিনেমা হল করলেন না! বাট একটা ভুল ধারণা আছে যে, উনি সিনেমা হলের নাম করে মার্কেটটা করেছেন এবং পারমিশনটা নিয়েছেন সিনেমা হল করার। কিন্তু না, মার্কেটের নাম করেই তিনি সেখানে মার্কেট করেছেন।’

পরবর্তীতে সেখানে আমরা সিনেমা হল করার চেষ্টা করেছি। রাজউক থেকে পারমিশন দেয়া হয়নি। তার ওপর আমাদের মার্কেটটায় প্রচুর পিলার ছিল, সেগুলো ভেঙে স্পেস তৈরি করাও সম্ভব হয়নি। তারপর ওপরে করতে চেয়েছিলাম, তখনও পারমিশন দেয়া হয়নি।

কিছুদিন আগেও সেখানে বিসিকের একটা অডিটোরিয়াম ছিল, ওটাও আমরা সিনেমা হলের জন্য নেয়ার চেষ্টা করেছি। কিন্তু উত্তরার পাশে একটা স্কুল থাকার জন্য সেটারও পারমিশন দেয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘অনেকের ভুল ধারণা আছে, আমি ক্লিয়ার করে দিলাম যে রাজ্জাক সাহেব দুই নম্বারি করে মার্কেট বানাননি, এক নম্বরি করেই মার্কেট বানিয়েছেন। রাজ্জাক সাহেব যদি দুই নম্বরি করতেন, তাহলে উত্তরায় আরও চার-পাঁচটা মার্কেট থাকত। কিন্তু তিনি তা করেননি।’

শোকসভায় আরও উপস্থিত ছিলেন ফারুক, সুচন্দা, রোজিনা, আলমগীর, ফেরদৌস, নূতন, ওমর সানী, সম্রাট, আমজাদ হোসেন, এফডিসির এমডি তপন কুমার, মিশা সওদাগর, জায়েদ খান, বাপ্পী প্রমুখ।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।