শিল্পী সমিতির কোনো সদস্যকে নিষিদ্ধ করা হচ্ছে না

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৪ আগস্ট ২০১৭

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে কিছু রদবদল হতে যাচ্ছে। তবে সাধারণ সদস্যদের কারও সদস্যপদ স্থগিত করা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক সাইমন সাদিক।

জাগো নিউজকে তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যকরী কমিটির এক সভায় নায়করাজের স্মরণে নানা আয়োজন, বন্যার্তদের পাশে দাঁড়ানোর পরিকল্পনাসহ বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে কমিটির অভ্যন্তরীণ বিষয়েও আলোচনা হয়েছে।’

তিনি জানান, ‘মৌসুমী আপা নির্বাচিত হয়েও অব্যাহতি চেয়েছেন। তাই তার জায়গায় নিপুণ আপাকে দায়িত্ব দেয়ার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি আরও দুজন কেবিনেট সদস্যদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সাধারণ সদস্যদের সদস্যপদ স্থগিত করার কোনো আলোচনা হয়নি। ১০ বা ১১ জন সদস্যদের নিষিদ্ধ করার যেসব আলোচনা হচ্ছে সবই গুজব।’

তিনি আরও নিশ্চিত করেন, ‘আজকের সভায় বানভাসিদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করা হয়েছে। শিগগিরই আমরা ত্রাণ পৌঁছে দেব।’

পাশাপাশি আগামী শনিবার নায়করাজ রাজ্জাক স্মরণে এফডিসিতে দোয়া মাহফিল, কোরআন খতমসহ বেশকিছু আয়োজন নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানালেন সাইমন।

এলএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।