প্রধানমন্ত্রীর আশপাশে দরবেশরা ঘুরাঘুরি করে: এরশাদ


প্রকাশিত: ০৩:৫২ এএম, ০৫ জুলাই ২০১৪

শেয়ারবাজার লুটপাটকারী দরবেশ ও ব্যাংক ডাকাতরা প্রধানমন্ত্রীর আশপাশে ঘুরাঘুরি করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুক্রবার সন্ধ্যায় জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আশপাশে এদের দেখে জাতি লজ্জা পায়।’

তিনি বলেন, ‘১৯৮২ সালে আমি ইচ্ছা করে ক্ষমতা নেইনি। ক্ষমতা নেওয়ার জন্য আমার ওপর চাপ ছিল। বিচারপতি সাত্তারও আমাকে সমর্থন দিয়েছিল।’

তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের নিয়ে মুখোরোচক কথা বলবেন না। ৫ জানুয়ারির নির্বাচনে আমরা অংশ না নিলে আপনারা ক্ষমতায় আসতে পারতেন না। দেশে গণতন্ত্র আসতো না। তাই জাতীয় পার্টি নিয়ে সাবধানে কথা বলবেন।’

এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির লেজুরবৃত্তির কারণে ছাত্র রাজনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশে ২৮ লাখ বেকার। বেকার সমস্যার সমাধান না হওয়ায় দেশে অপরাধ বেড়ে গেছে।’

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদার। সংগঠনটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের পরিচালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি ও সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।