বিজ্ঞানী জাহিদ হাসানের আবিষ্কার লাভটোমিটার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৭ এএম, ২০ আগস্ট ২০১৭

বৈচিত্রময় চরিত্রে অভিনয়ে ‍জুড়ি নেই জাহিদ হাসানের। ঈদের নাটকেও তেমনি একটি চরিত্রে উপস্থিত হচ্ছেন জনপ্রিয় এই অভিনেতা। নাটকের নাম ‘লাভটোমিটার’।

অন্যরকম গল্পের এই নাটকে এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। যিনি কিনা ‘লাভটোমিটার’ নামের একটি যন্ত্র অবিষ্কার করেছেন, যেই যন্ত্র মানুষের মনের সত্যিকারের কথা বুঝতে পারে। লাভটোমিটার আবিষ্কারের পর বিজ্ঞানী জাহিদ হাসান বুঝতে শুরু করেন তার আশপাশের মানুষের মনের কথা এবং প্রতিনিয়ত বিস্মিত হতে থাকেন।

মানুষের মনের কথা আর মুখের কথায় এত বৈপরীত্য! মন আর মুখে এত এত ফারাক! প্রতি পদে পদে ধাক্কা খেতে থাকেন তিনি। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

পলাশ মাহবুবের রচনা এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘লাভটোমিটার’ নাটকে আরও অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আশরাফুল আশীষ, শহীদুল­াহ সবুজ, এমিলিসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে আরটিভির ঈদ অনুষ্ঠানমালায়।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।