গোপন কথা ফাঁস করলেন পরিণীতি!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৮ আগস্ট ২০১৭

প্রত্যেক মানুষের জীবনেই কিছু গোপনীয় কিছু থাকে। কখনও তা প্রকাশ্যে আসে, কখনও নয়। কিন্তু সেই গোপন কথা যদি নিজেই শেয়ার করেন কোনো তারকা? তাহলে তো কোন কথায় নেই। ঠিক এমনটাই হয়েছে। সম্প্রতি পরিণীতি চোপড়া ফাঁস করেছেন তার জীবনের গোপন কথা।

২০১৬-এ একঝাঁক বলি তারকা মার্কিন মুলুকে ট্যুরে গিয়েছিলেন। সেই দলে পরিণীতির সঙ্গে ছিলেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কাপুর, বরুণ ধবন, সিদ্ধার্থ মলহোত্র, কর্ণ জোহর প্রমুখ। সেখানে গিয়ে নাকি প্রথম মদ্যপানের অভিজ্ঞতা হয় পরিণীতির।

সম্প্রতি নেহা ধুপিয়ার একটি টক শো-তে এসে নায়িকা বলেন, ‘আমাদের স্বপ্নের টিম ছিল সেটা। সবাই পার্টির মুডে ছিল। আমরা একটা ক্লাবে গিয়েছিলাম। সবাই জোর করছিল, ড্রিঙ্ক করতেই হবে। তারপর আলিয়া আর আদিত্য জোর করায় ড্রিঙ্ক করেছিলাম। গন্ধ, স্বাদ কোনওটাই ভালো লাগেনি আমার।’

তারপর? পরিণীতি জানিয়েছেন, কিছুক্ষণ পর বন্ধুরা জানতে চেয়েছিলেন, তিনি ঠিক আছেন তো? তার সে মুহূর্তে কোনো সমস্যা হয়নি। তবে সেই রাত থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত নাকি নেচে গিয়েছিলেন পরিণীতি। তার কথায়, ‘তারপর থেকে ওরাই আমার অ্যালকোহল লাইফস্টাইল স্টার্ট করিয়ে দিয়েছিল।’

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।