সপরিবারে হজে গেলেন হানিফ সংকেত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৭ আগস্ট ২০১৭

জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব, পরিবেশ ও সমাজউন্নয়নকর্মী হানিফ সংকেত সপরিবারে সৌদি আরব গেলেন হজ পালন করতে।

বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে হানিফ সংকেত লিখেছেন, ‘পবিত্র হজ পালন করার উদ্দেশে আজ আমি সপরিবারে সৌদি আরব যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভ কামনা।’

হানিফ সংকেত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় উপস্থাপক। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের জনগণকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে আনন্দ দিয়ে আসছেন।

এছাড়াও পরিচালক, লেখক ও প্রযোজক হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে তার।

এনই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।