মুক্তির অনুমতি পেল পরীমনির ইনোসেন্ট লাভ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১ এএম, ১৭ আগস্ট ২০১৭

ঢালিউডের এক আলোচিত নাম পরীমনি। ‘ইনোসেন্ট লাভ’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন এই সুন্দরী। ছবিটি গতকাল ১৬ আগস্ট সেন্সর থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আসছে নভেম্বরেই ভালোবাসার চমৎকার গল্প নিয়ে হাজির হবেন পরী।

ছবিটির মুক্তির ছাড়পত্র পাওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পরিচালক অপূর্ব রানা। তিনি বলেন, "অনেক প্রত্যাশার জায়গা থেকে ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি নির্মাণ করেছি। একটি সুন্দর গল্প, এক জোড়া প্রেম যুগলের হৃদয়ের হাহাকার মুগ্ধ করবে দর্শককে।"

এই ছবিতে পরী জুটি বেঁধেছেন জেফের সঙ্গে। আরও রয়েছেন সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, সুব্রত, আমির সিরাজী, কাবিলা, ঝিনুক, হাবিব খান, শরীফ চৌধুরী প্রমুখ।

Porimoni

নির্মাতা বলেন, উত্তরার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছিলো। এছাড়া রাঙ্গামাটি ও কক্সবাজারে ধারণ করা হয় ছবিটির বেশ কয়েকটি দৃশ্য ও গান। ছবিতে ‘পরী’ নামের ভার্সিটিপড়ুয়া একটি মেয়ের চরিত্রেই অভিনয় করেছেন পরীমনি। সেখানে তার বাবার চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।