বুরুন্ডিতে ব্যাপক অর্থনৈতিক ধস


প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৩ জুন ২০১৫

টানা সরকারবিরোধী বিক্ষোভের কারণে বুরুন্ডিতে অর্থনীতি ধসের কিনারে এসে দাঁড়িয়েছে। স্থবির হয়ে পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

২৬ বছর বয়সী একজন বিক্রেতা রেনোভাত দায়িজি বলেন, বিক্ষোভ শুরুর পর থেকে আমি কোনো কাজ করতে পারিনি। এতোদিন সঞ্চয় দিয়ে চলেছি। এখন সঞ্চয় ফুরিয়েছে। আমার হাতে কিছুই নেই। তাই রেনোভাত সোমবার রাজধানী বুজুমবুরার জাবে মার্কেটে অল্প সময়ের জন্যে তার দোকান খুলতে বাধ্য হন। লোকজনও দোকানে যেতে বাধ্য হচ্ছেন। তবে তারা কেবল চাল, মাংস, শাকসব্জি কিনতেই মূলত দোকানে যাচ্ছেন।

দেশটির প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজার নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার প্রতিবাদে গত এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। প্রতিবাদকারীরা প্রায় প্রতিদিনই রাস্তায় নামছে এবং পুলিশের সঙ্গে তাদের সহিংস সংঘর্ষের ঘটনাও ঘটছে।

রাজনৈতিক সংকটের পরিণামে দেশটির ক্ষতিগ্রস্ত অর্থনীতি এখন প্রায় খাদের কিনারে পৌঁছেছে। বিক্ষোভকারীরা চাচ্ছেন রাজধানীকে একেবারে অচল করে দিতে।

ক্ষমতাসীন সিএনডিডি-এফডিডি দলের সিনিয়র এক কর্মকর্তা বলেন, অর্থনীতিতে বিক্ষোভের প্রভাব খুবই তীব্র। এটি একটি ভয়ঙ্কর অস্ত্র।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।