অভিনয়ের মুগ্ধ গালিচায় সাবিনা রিমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৬ আগস্ট ২০১৭

অভিনেত্রী সাবিনা রিমা এখন পুরোপুরি ছন্দে চলছেন। দীপ্ত টেলিভিশনে ‌‘অপরাজিতা’ সিরিয়ালে অভিনয় করে তিনি নতুন করে আলোচনায় এসেছেন। তার যাবতীয় দৌড়ঝাঁপ এখন এই সিরিয়ালটিকে কেন্দ্র করেই। এই সিরিয়ালের ৪৬৫ পর্ব থেকে রিমা এন্ট্রি নিয়েছেন। বর্তমানে সাড়ে পাঁচশ পর্বের বেশি প্রচারে রয়েছে।

‘অপরাজিতা’ সিরিয়ালে ছন্দিতা চরিত্রে অভিনয় করছেন রিমা। তিনি বলেন, ‘অপরাজিতার ছোটবোনের চরিত্রে অভিনয় করছি। যেটি এখন প্রধান চরিত্র হিসেবে দর্শকরা দেখতে পাচ্ছেন। ছোট ছন্দিতা এখন বড় হয়ে গেছে। কিছুদিন পর তার বিয়ে হবে, কেনাকাটাও হয়ে গেছে। একেবারেই উৎসবের আমেজ বিরাজ করছে পুরো সিরিয়ালে।’

সাবিনা রিমা বলেন, ‘অপরাজিতা সিরিয়ালে ছন্দিতার চরিত্রে অভিনয় করে প্রচুর রেসপন্স পাচ্ছি। মজার একটি উদাহরণ দেই- আমাদের বাসায় ভাড়াটিয়া এসেছে বাসাভাড়া নেয়ার জন্য। কলিং বেল বাজার পর দরজা খুলতে ভাড়াটিয়া হা করে বলে ওঠে ওমা‍! আপনি ছন্দিতা না? তারপর কত কথা বলল। এছাড়া শপিং করতে গেলে মানুষ বলে ওই দেখ ছন্দিতা যায়। এখন মানুষ যদি সিরিয়াল না দেখত তাহলে আমাকে ছন্দিতা নামে চিনতো?’

২০১২ সালে লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় সেরা ১২ তে ছিলেন সাবিনা রিমা। এরপর পারিবারিক কারণে সেখান থেকে নিজেই সরে যান। মিডিয়াতে কাজের কোনো ইচ্ছে ছিল না রিমার। তার ইচ্ছে ছিল নামকরা ফ্যাশন ডিজাইনার হওয়ার। সেই চিন্তা থেকেই লেখাপড়া করেছেন এই বিষয় নিয়ে। এরপর ব্যক্তিগত জীবনে কিছুটা ঝামেলায় ঝড়িয়ে পড়েন।

মায়ের ইচ্ছেতে গেল বছরের রোজায় গিয়াস উদ্দিন সেলিমের ‘বাজারে প্রেমের দর’ শিরোনামের নাটকের মধ্যে দিয়ে আবার মিডিয়াতে ফেরেন রিমা। এরপর মনস্থির করেন পেশাদার অভিনেত্রী হবেন। সেভাবেই আগাচ্ছেন। আগামীতে অভিনয় নিয়েই থাকতে চান। একইসঙ্গে নিজেই একটি ফ্যাশন হাউজ প্রতিষ্ঠা করবেন বলে জানান রিমা।

অপরাজিতা ছাড়াও ‘হৃদয়ের আয়না’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্যে কাজ করেন রিমা। এর একটি গান কিছুদিন আগে প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন রিমা। তিনি আশা করছেন, সাইকো-থ্রিলারধর্মী এই স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশের পরও একইভাবে সবাই প্রশংসা করবেন।

সাবিনা রিমা বলেন, ‘আমি নিজেকে নিয়ে এখন অনেক খুশি। খুব ভালো আছি। সকালে শুটিংয়ে যাই রাতে ফিরি। মাসের ৩০ দিনই কাজ নিয়ে ব্যস্ত থাকি। ক্লান্তি আসলেও কাজে মন দেই। কাজ না করলে এখন আমি ভাল থাকিনা। আমার মত সুখী আর কে হতে পারে? আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই। সুবর্ণা মুস্তফার মত পরিচিতি পেতে চাই।’

তিনি বলেন, ‘আগামী ঈদের জন্য অনেক কাজের অফার পেয়েছি। কিন্তু সময় স্বল্পতার কারণে করতে পারিনি। আগামীতে যদি ভালো ভালো কাজ পাই, অবশ্যই আমি করবো।’

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।