কারাগারে বন্দি মোশাররফ করিম!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৫ এএম, ১৬ আগস্ট ২০১৭

মোশাররফ করিমের নাটক মানেই ভিন্ন ফ্লেভার। ক্যারিয়ারে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। সবগুলো চরিত্রই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। শারীরিক অঙ্গ-ভঙ্গি আর বিভিন্ন ভাষার প্রয়োগে চরিত্রগুলোকে তিনি যেভাবে ফুটিয়ে তোলেন সেটা স্বচ্ছ বিনোদনের বিরাট একটা উৎসই বটে।

এবার তিনি অভিনয় করলেন ডাকাত চরিত্রে, যেখানে তিনি দাগী আসামী। যার জন্য তাকে দেখা যাবে জেলের কয়েদী হিসেবে। নাটকের গল্পে দেখা যাবে এক ছাপোষা চাকুরে যুবক ও এক মধ্যবয়সী ডাকাতের পরিচয় হয় লঞ্চে।

তারা একই কেবিনের যাত্রী। সহযাত্রী একসময়ের কুখ্যাত ডাকাত শুনে স্বাভাবিকভাবেই সে মনে মনে আতংকিত হয়ে পড়ে। ধীরে ধীরে এককালের প্রতাপশালী জাদরেল ডাকাতের ভেতরে সে আবিস্কার করে জীবনের প্রতি দয়াবান এক দু:খী মানুষকে।

এমন গল্পে নাটকটি নির্মাণ করেছেন এল আর সোহেল, রচনা করেছেন শফিকুর রহমান। এর আগেও ডাকাত চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এই নাটকটিতে মোশাররফের সহশিল্পী হিসেবে আছেন হাসনাত রিপন, তাসনুভা এলভিন, নূরে আলম নয়নসহ আরো অনেকে।

পরিচালক এল আর সোহেল জানান, নাটকটি ঈদুল আযহা উপলক্ষে আর টিভিতে প্রচার হবে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।