লোপেজের নাচ নিয়ে বিপাকে মরক্কোর তথ্যমন্ত্রী


প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৩ জুন ২০১৫

মার্কিন পপ সঙ্গীত তারকা জেনিফার লোপেজের একটি কনসার্টকে কেন্দ্র করে মরোক্কোর তথ্য মন্ত্রীর পদত্যাগ দাবী করেছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। মরোক্কোর সরকরি টেলিভিশনে গত শুক্রবার লোপেজের কনসার্ট পরিবেশনের কারণে দেশটির সংসদ সদস্যরা এ দাবি করেছেন। খবর বিবিসি।

সংসদ সদস্যরা জানান, লোপেজের এ কনসার্ট ছিল শিষ্টাচারের লঙ্ঘন। দেশটির রাবাতে এ কনর্সাট অনুষ্ঠিত হয়। এদিকে, তথ্য মন্ত্রী মুস্তাফা খালফি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
 
টেলিভিশনে দেখানো ওই কনসার্ট চলাকালে লোপেজ তার পরিহিত পোশাক খুলেছেন এবং নৃত্যটি ছিল যৌন আবেদনময়ী।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।