জঙ্গি হামলার আশঙ্কায় শাকিব খানের শুটিং বন্ধ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৫ আগস্ট ২০১৭

ঢাকাই ছবির নায়ক শাকিব খান বর্তমানে কক্সবাজারে রয়েছেন। সেখানে কলাতলি বিচে উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু আজ মঙ্গলবার (১৫ আগস্ট) জঙ্গি হামলার আশঙ্কায় শুটিংয়ের অনুমতি দেয়নি কক্সবাজার সদর পুলিশ। তাই শুটিং না করেই পুরো ইউনিট নিয়ে ফিরে আসতে হচ্ছে শাকিব খানকে।

তার সঙ্গে রয়েছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম ও আরো অনেকেই। এই তথ্য নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

তিনি বলেন, ‘শুটিংয়ে প্রস্তুতি নিয়েও শুটিং করা গেলো না। আমাদের ক্ষতি হয়ে গেলো। দুইদিন ধরে পুরো ইউনিট নিয়ে বসে আছি। প্রথমদিন শাকিব খান সময়মতো আসতে না পারায় শুটিং হয়নি। কিন্তু আজ স্থানীয় পুলিশ এখানে জঙ্গি হামলার আশঙ্কা করছে। তাই শুটিং বন্ধ রাখতে অনুরোধ করেছে।’

তিনি আরও বলেন, ‘কোনো দুর্ঘটনা হলে তার দায়ভার পুলিশ নিতে চাইছে না। বাধ্য হয়ে কোনো ঝুঁকিতে না গিয়ে শুটিং করিনি। কয়েকদিনের মধ্যে যেহেতু শুটিং করা যাবে না তাই আমরা ফেরার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে শাকিব খান বলেন, ‘স্থানীয় পুলিশ আমাদের জানিয়েছে এখানে জঙ্গি হামলা হতে পারে। একটা শুটিংয়ে অনেক লোকজন থাকে। তাই সবার নিরাপত্তার কথা ভেবেই শুটিং বন্ধ রাখতে হলো। সবার আগে দেশের নিরাপত্তা।’

কক্সবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জাগো নিউজকে বলেন, ‘ঢাকার পান্থপথে আজ জঙ্গি হামলা হয়েছে। সারাদেশে আজ থেকে কয়েকদিন পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে কক্সবাজার বিচেও জঙ্গি হামলা হতে পারে। তাই আমরা শুটিং না করতে অনুরোধ করেছি। করলে কোনো দায়ভার পুলিশ নেবে না। কারণ সিনেমার আগে মানুষের নিরাপত্তা।’

তিনি আরও জানান, ‘অবস্থার ইতিবাচক পরিবর্তন হলে আমরা সবরকম সহায়তা দিয়ে শুটিংয়ের অনুমতি দেবো। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

এদিকে সেলিম খান জানান, ‘আজ রাতেই পুরো ইউনিট ঢাকায় ফিরবে।’

এলএ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।