৫০ হাজার জনবল যোগ হচ্ছে পুলিশে
পুলিশে আরো ৫০ হাজার নতুন জনবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার সংসদ অধিবেশনে ঝিনাইদহ-২ আসনের সদস্য আনোয়ারুল আজিমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘জনসংখ্যার অনুপাতে দেশে পুলিশের জনবল যথেষ্ট নয়। তাই এ পরিকল্পনার আওতায় পুলিশ বিভাগের সব ইউনিটসহ জেলা পুলিশের আওতাধীন ইউনিটগুলোতে জনবল বাড়ানো হবে। মহিলা সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের জন্য উত্তরা, সায়েদাবাদ ও নিউ মার্কেটে পাঁচটি ভবন নির্মিত হচ্ছে।
ঢাকা-২০ আসনের সদস্য এম এ মালেকের অন্য এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প স্থাপনের কার্যক্রম স্থগিত আছে। ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের জনবলের কাঠামো প্রায় একই ধরনের। তবে তদন্তকেন্দ্র স্থাপনে সরকারি নীতিমালা রয়েছে। এজন্য ফাঁড়ির বিকল্প হিসেবে তদন্তকেন্দ্র স্থাপন করা হচ্ছে।