৫০ হাজার জনবল যোগ হচ্ছে পুলিশে


প্রকাশিত: ০৩:৫৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

পুলিশে আরো ৫০ হাজার নতুন জনবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার সংসদ অধিবেশনে ঝিনাইদহ-২ আসনের সদস্য আনোয়ারুল আজিমের এক  প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘জনসংখ্যার অনুপাতে দেশে পুলিশের জনবল যথেষ্ট নয়। তাই এ পরিকল্পনার আওতায় পুলিশ বিভাগের সব ইউনিটসহ জেলা পুলিশের আওতাধীন ইউনিটগুলোতে জনবল বাড়ানো হবে। মহিলা সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের জন্য উত্তরা, সায়েদাবাদ ও নিউ মার্কেটে পাঁচটি ভবন নির্মিত হচ্ছে।

ঢাকা-২০ আসনের সদস্য এম এ মালেকের  অন্য এক প্রশ্নের জবাবে  আসাদুজ্জামান খান বলেন, সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় পুলিশ ফাঁড়ি বা ক্যাম্প স্থাপনের কার্যক্রম স্থগিত আছে। ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের জনবলের কাঠামো প্রায় একই ধরনের। তবে তদন্তকেন্দ্র স্থাপনে সরকারি নীতিমালা রয়েছে। এজন্য ফাঁড়ির বিকল্প হিসেবে তদন্তকেন্দ্র স্থাপন করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।