আমি হার মানিনি : মিথিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৩ এএম, ০৮ আগস্ট ২০১৭

ব্র্যাকের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের হেড হিসেবে নিয়োজিত আছেন মিথিলা। কাজের সুবাদে রাজধানীর ইসমাইলি জামাতখানা অ্যান্ড সেন্টারে মিথিলা অংশ নিয়েছেন ‘আইপিডিসি ক্যারিয়ার ক্যাম্প ২০১৭’-এ। সেখানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন তিনি।

মিথিলা বলেন, ‌‘দায়িত্বপূর্ণ জীবনে সবকিছুতেই ব্যালেন্সে রাখা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তবুও আমি হার মানিনি, আমার কোন উদ্যোগেই। পড়াশোনায় মন দিয়েছি, মন দিয়েছি কাজেও। জীবন যেমন চাই, তেমন হয়তো পাই না। তবে হার না মেনে আঁকড়ে ধরে রাখতে হবে নিজের লক্ষ্য।’

ফেসবুকে ওই ক্যাম্পের দুটি ছবি সোমবার শেয়ার করেছেন মিথিলা। ক্যাপশনে লিখেছেন, জীবনকে ইতিবাচকভাবে নেওয়ার কথা। মিথিলার মতে, সামনে যতই বাধা আসুক বা যতই কঠিন হোক সামলে নেওয়া কোনো ব্যাপার না। মানিয়ে নিতে হবে এবং নেতিবাচকতা ও হতাশাকে দূরে সরিয়ে দিতে হবে। জীবন হলো আশির্বাদ। তাই নেতিবাচকতা ও অন্যায়ের প্রতিক্রিয়ায় হাল ছেড়ে দেওয়া ঠিক নয়।

তারকা দম্পতি হিসেবে শোবিজে বেশ জনপ্রিয় ছিলেন তাহসান-মিথিলা। ১১ বছরের দাম্পত্য জীবন চুকিয়ে তাদের ডিভোর্স হয় গেল মাসে। এরপর তাহসান-মিথিলা এখন দুই-মেরুর বাসিন্দা। তাদের ভালোবাসায় ফসল একমাত্র কন্যা সন্তান আইরা রয়েছে মিথিলার কাছে। সন্তানের দেখভাল তারা দুজনেই করেন।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।