অপ্রতিরোধ্য মেসি, কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সা


প্রকাশিত: ১১:২৯ পিএম, ৩০ মে ২০১৫

অপ্রতিরোধ্য লিওনেল মেসি, অপ্রতিরোধ্য বার্সেলোনা। মেসির জোড়া গোল সঙ্গে নেইমারের গোল, সবমিলিয়ে অ্যাথলেটিক বিলবাওকে সহজেই ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হলো বার্সা। এ নিয়ে ২৭ বার কোপা দেল রে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা।


ইতিমধ্যেই লা লিগা খেতাব জিতে নিয়েছে লুইস এনরিকের দল। স্প্যানিস কাপও চ্যাম্পিয়ন হয়ে গেল মেসিরা। এখন একটি মাত্র কাজ বাকি বার্সার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারাতে পারলেই ত্রি-মুকুট জিতে নেবে এনরিকের দল।


ম্যাচের ২০ মিনিটে মেসি গোল করে বার্সাকে এগিয়ে দেন। ৩৬ মিনিটে বার্সার হয়ে ব্যবধান বাড়ান নেইমার। দু’গোলেই এগিয়ে থেকে বিরতির যায় বার্সা। বিরতির শেষে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। এই গোলের পাঁচ মিনিট পরেই উইলিয়ামস বিলবাওয়ের পক্ষে সান্ত্বনা গোল করেন।


আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।