ছবি এঁকে কারাগারে চিত্রশিল্পী


প্রকাশিত: ১০:৪৩ পিএম, ৩০ মে ২০১৫

চীনের কমিউনিস্ট নেতা শি জিনপিংয়ের ব্যঙ্গচিত্র আঁকার কারণে এক চিত্রশিল্পীকে আটক করেছে পুলিশ। সাংহাই পুলিশের হাতে আটক হওয়া চিত্রশিল্পীর নাম দাই জিয়ানইয়ং। আটক চিত্রশিল্পী একজন আলোকচিত্রীও বটে।

চীনা ও আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপগুলোর একটি জোট চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডারস জানায়, দাই বুধবার শি জিনপিংয়ের ব্যঙ্গচিত্রটি অনলাইনে প্রকাশ করে। ব্যাঙ্গচিত্রে চীনা প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টি প্রধান শি জিনপিংকে নাৎসি জার্মানির নেতা এডলফ হিটলারের মতো গোঁফওয়ালা এবং কপালে ভাঁজ পড়া দেখানো হয়েছে।


চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডারস আরো জানায়, এ বিষয়ে মন্তব্যের জন্য শুক্রবার থাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দাইকে সাংহাইয়ের চাংনিং জেলার কর্তৃপক্ষ প্রশাসনিক আটকাবস্থায় রেখেছে। তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।


আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।