হত দরিদ্রদের জন্য কী থাকছে বাজেটে!


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ৩০ মে ২০১৫

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা বাড়াবে না সরকার। তবে বাড়াবে সুবিধা-ভোগীর সংখ্যা। এমন পরিকল্পনা নিয়ে বাজেট চূড়ান্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আগামী ৪ জুন জাতীয় সংসদে বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট দিতে যাচ্ছেন তিনি। অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।

সূত্র বলছে, বর্তমানে প্রায় ৫০ লাখ হত দরিদ্র সামজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা পেয়ে থাকেন। সেখানে আরো ভাতা-ভোগীর সংখ্যা চার লাখ বাড়ানো হবে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় দুই’শ কোটি টাকা।

মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, মুহিত এবার আর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধা-ভোগীদের ভাতা বাড়াবেন না। তবে সুবিধা-ভোগীর সংখ্যা বাড়াতে ঘোষণা দিবেন বাজেটে।

অর্থমন্ত্রী এর আগের বাজেটে ভাতা বাড়িয়ে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট দিয়েছিলেন। তার আগে ২০১৩-১৪ অর্থ বছরের বাজেটে তিনি সুবিধা-ভোগীর সংখ্যা বাড়ান।

সূত্র বলছে, সরকার সাধারণ মানুষের সমর্থন আদায়ে এবার নতুন করে আরো চার লাখ হত দরিদ্রকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আতওায় নিয়ে আসবেন। এমন ঘোষণা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন মুহিত।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমান বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দুই দশমিক তিন শতাংশ। তবে নতুন করে আরো চার লাখ মানুষ এ কর্মসূচির আওতায় আসলে তা কিছুটা বাড়াতে হবে। সূত্র বলছে, ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা সরকারের বরাদ্দ জিডিপির তিন শতাংশ দাঁড়াতে পারে।

জানা গেছে, বর্তমানে দুই লাখ মুক্তিযোদ্ধা যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তারা সম্মানী ভাতা পাচ্ছেন। সম্মানী ভাতার পরিমাণ পাঁচ হাজার টাকা। তবে যাদের বয়স ৬৫ বছরের বেশি তাদের আওতায় এনে ১০ হাজার টাকা সম্মানী করা হচ্ছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আরেকটি বড় কর্মসূচি হচ্ছে বিধবা-ভাতা। বর্তমান ১০ লাখ বয়স্ক নারী-পুরুষ ভাতা পাচ্ছেন। এর সংখ্যাও কিছুটা বাড়ানোর ঘোষণা দিয়ে বাজেট দিবেন অর্থমন্ত্রী।

বয়স্ক ভাতা হচ্ছে সরকারের সবচেয় বড় কর্মসূচি। এর মধ্যে সরকার ২৭ লাখ বয়স্ক নারী-পুরুষকে ভাতার আওতায় এনেছে। যারা গড়ে ৪শ’ টাকা পান। তাদের সংখ্যা দুই থেকে আড়াই লাখ বাড়ানো হচ্ছে।

সারাদেশে চার লাখ প্রতিবন্ধী ভাতা পান। এটি করা হচ্ছে পাঁচ লাখ। এছাড়া অস্বচ্ছল প্রতিবন্ধীদের উপবৃত্তি ভোগীর সংখ্যা বাড়ানো হবে ১০ হাজার। এছাড়া হিজড়াসহ বিভিন্ন অবহেলিত গোষ্ঠীর ভাতা-ভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে।

জানা যায়, বর্তমান সমাজ কল্যাণ, নারী ও শিশু, শিক্ষা খাদ ও ত্রাণসহ কয়েকটি মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে। মোট ১৪০টির মতো কর্মসূচি রয়েছে সরকারের কাছে। তবে এসব কর্মসূচির ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।

এসএ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।