শিল্পী আবদুল জব্বারের অবস্থা স্থিতিশীল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩১ এএম, ০৩ আগস্ট ২০১৭
ফাইল ছবি

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার অবস্থা পর্যবেক্ষণ করছে।

বিএসএমএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮০ বছর বয়সী শিল্পী আবদুল জব্বার দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে ভুগছেন। এছাড়া তার প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধিজনিত সমস্যাও রয়েছে।

গত ২৯ এপ্রিল কিডনি সমস্যা নিয়ে ভর্তি হলে তার হেমোডায়ালাইসিস করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১ আগস্ট তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে আইসিইউতে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শিল্পীর অবস্থার উন্নতি হলে শিগগিরই তাকে কেবিনে স্থানান্তর করা হবে।

এমইউ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।