গানবন্ধু ইমন-মেহজাবিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩০ এএম, ৩০ জুলাই ২০১৭

চিত্রনায়ক ইমনের ভক্তদের জন্য সুখবর। ইমন আবার ফিরেছেন ছোটপর্দায়, যেখান থেকে যাত্রা শুরু তার। ঈদের বিশেষ একটি নাটকে অভিনয় করেছেন তিনি। রুম্মান রশীদ খানের রচনা ও মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় নাটকটির নাম ‘গানবন্ধু’। নাটকে তার সঙ্গে জুটি বেঁধেছেন লাক্সতারকা মেহজাবিন চৌধুরী।

ইমন বড়পর্দায় মনোযোগী। মে মাসে তার ‌‘পরবাসিনী’ ছবিটি মুক্তি পেয়েছে। আগামীতে শুটিং শুরু করবেন যৌথ প্রযোজনার নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে।

এছাড়া কিলার, শ্রাবণ তোমাকে ছবি দুটি নির্মাণাধীন। তার ফাঁকেই একটি নতুন নাটকে কাজ করলেন।

নাটকে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান, স্বপ্ন। তবে ভালো স্ক্রিপ্ট পেলে বিশেষ দিনের বিশেষ নাটকে কাজ করতে আমার কোনো আপত্তি নেই।’

তিনি বলেন, ‘নাটকটি নির্মাণ করেছে আমার খুব কাছের ছোট ভাই বিশাল। নতুনদের মধ্যে বিশালের মাঝে জ্বলে ওঠার ভালো সম্ভাবনা রয়েছে। ওর অনুরোধেই কাজটি করতে হয়েছে। তাছাড়া গানবন্ধু নাটকের স্ক্রিপ্ট যেমন মজার, তেমনি শিক্ষণীয় বেশ কিছু বার্তাও আছে। তাই কাজটা করতে রাজি হয়েছি।’

মেহজাবিন বলেন, ‘ইমন ভাইয়ের সঙ্গে এর আগে কয়েকটি নাটকে কাজ করেছি। আমাদের মধ্যে বোঝাপড়টা দারুণ। এবারও তৃপ্তি নিয়ে কাজটি করেছি। আশা করব দর্শকরা গানবন্ধু নাটকটি ভালোভাবে গ্রহণ করবেন।’

গানবন্ধু নাটকটি তরুণ নির্মাতা বিশালের পরিচালনায় তৃতীয় কাজ। এর আগে তিনি দাগ এবং দ্য হিরো নামের দুটি নাটক বানিয়েছিলেন। সম্প্রতি গানবন্ধু নাটকটির শুটিং শেষ হয়েছে। এসএস মাল্টিমিডিয়ার প্রযোজনায় আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে ‘গানবন্ধু’।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।