বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কলেজছাত্র
ঢাকা থেকে রাঙামাটি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন ঢাকার কলেজছাত্র গোলাম মো. নিহাল। বুধবার সন্ধ্যার দিকে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সংলগ্ন কাপ্তাই হ্রদে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। আহমদ কবিরের ছেলে নিহত গোলাম মো. নিহাল মোহাম্মদপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্স অ্যান্ড মোটেলের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, বুধবার সন্ধ্যার দিকে পর্যটন ঝুলন্ত সেতুর দক্ষিণ পাশে ঢাকা থেকে বেড়াতে আসা চার বন্ধু মিলে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নামে। ওই সময় এক পর্যায়ে গোলাম মো. নিহাল হ্রদের পানিতে তলিয়ে যায়। এরপর রাঙামাটি পর্যটন কর্তৃপক্ষ, পুলিশ, ফায়ার সার্ভিস এবং কাপ্তাইয়ের নৌ-বাহিনীর ডুবুরিদের যৌথ প্রচেষ্টায় রাত প্রায় সাড়ে ১১টার দিকে কাপ্তাই হ্রদ থেকে নিহালের মরদেহ উদ্ধার করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে ফায়ার সার্ভিসের একটি দল এবং কাপ্তাই থেকে আসা নৌ-বাহিনীর ডুবুরি দল কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যাওয়া গোলাম মো. নিহালের মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ নিয়ে ঢাকায় ফিরে গেছেন বন্ধু ও পরিবারের লোকজন।
সুশীল চাকমা/এসএস/পিআর