লাভ ইন ঢাকা মাতালেন তাহসান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৭ জুলাই ২০১৭
ছবি: মাহবুব আলম

লাভ ইন ঢাকা কনসার্ট মাতালেন তাহসান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা নবরাত্রি হলে কনসার্টটি অনুষ্ঠিত হয়। সেখানে গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করলেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।

তাহসান মঞ্চে একে একে পরিবেশন করেন ‘সামনে তুমি দাঁড়িয়ে’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কেন অবেলায় পেলাম তোমায়’, ‘বিন্দু’, ‘প্রেম তুমি’, ‘আলো আলো’ গানগুলো।

tahsan

কনসার্টটির আয়োজন করেছে গ্র্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তাহসান ছাড়াও কনসার্টের মূল আকর্ষণ ছিলেন বলিউডের সুনিধি চৌহান। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন রিয়াজ, পায়েল ও নওশীন।

এনই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।