পুনম পান্ডের নায়ক হতে ভারতজুড়ে তোলপাড়


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ২৮ মে ২০১৫

বলিউডডি অভিনেত্রী পুনম পান্ডে মানেই আলোচনার এক পেয়ালা জমজমাট কিছু্। যেখানেই যান সেখানেই তিনি আলোচনার জন্ম দেন। যাই করেন তা নিয়েই চলে হৈ চৈ। কেবল চলচ্চিত্রে নিজের ক্যারিয়ারটাই পাকাপোক্ত করতে পারেননি।

তাতে কী! পুনমের ক্রেজ একটা রয়েছে বৈকি। নইলে তার নায়ক হওয়ার জন্য এত সাড়া পড়ে? একটি চলচ্চিত্রে পুনম পান্ডের হিরো হওয়ার অফারে বিপুল উন্মাদনা দেখা দিয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের পুরুষদের মধ্যে। জানা গেছে  ২৫ হাজারেরও বেশি পুরুষ পুনমের নায়ক হতে চেয়ে আবেদনপত্র পাঠিয়েছেন।

পুনমকে নিয়ে ‘হেলন’ নামে ছবি করতে চলেছেন ফিল্ম পরিচালক সুরেশ নকুম। তিনি জানিয়েছেন, পুনমের জুড়ি খুঁজে পেতে তিনি একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন।

‘কৌন বনেগা পুনম কা হিরো’ শিরোনামে হওয়া কনটেস্টে বিপুল সাড়া পড়ে।। ২৫ হাজারের বেশি পুরুষ নিজের নিজের ভিডিও, অডিও ক্লিপ আপলোড করেন।

নকুম জানাচ্ছেন, ছবির শুটিং শুরু হওয়ার আগেই কোনও বলিউড ছবিকে ঘিরে এমন আগ্রহ অতীতে কখনও দেখেননি। এটা তার টিমের কাছে বিরাট সুখের অনুভূতি এনে দিয়েছে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।