এক রাতে ৬ জনের ফাঁসি কার্যকর


প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৮ মে ২০১৫

পাকিস্তানে বিমান অপহরণ ও হত্যা মামলায় এক রাতে ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার রাতে হায়দারাবাদ ও করাচিসহ দেশটি বিভিন্ন জেলখানায় এ ফাঁসি কার্যকরা করা হয়। খবর জিও নিউজ।

খবরে বলা হয়, ১৯৯৮ সালে পাকিস্তানে বোমা হামলার মাত্র চার দিন আগে পিআইএর বিমান অপহরণ মামলায় দণ্ড প্রাপ্ত ৩ সন্ত্রাসীর ফাঁসি কার্যকর করা হয়েছে। এ ছাড়াও হত্যা মামলায় দেশটির বিভিন্ন জেলখানায় আরো ৩ জনের ফাঁসি কার্যকর করা হয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে হত্যা চেষ্টায় জড়িত থাকার দায়ে এক রাতে ৪ সন্ত্রাসীর ফাঁসি কার্যকর করা হয়েছিল।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।