‌‘তুমি একাই তো সব পুরস্কার নিয়ে গেলে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৫ জুলাই ২০১৭

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫-তে তরুণ নির্মাতা রিয়াজুল মওলা রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’ ছবিটি জিতেছে সর্বোচ্চ পদক। ২১টি বিভাগের মধ্যে এই ছবি জিতেছে ৮টি পুরস্কার। রিজু নিজেও যৌথভাবে শ্রেষ্ঠ নির্মাতার স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশে সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের রেকর্ড তার দখলে।

গতকাল সোমবার (২৪ জুলাই) পুরস্কার গ্রহণের জন্য রিজু যখন বারবার মঞ্চে উঠছিলেন, তখন রসিকতা করে প্রধানমন্ত্রী রিজুকে বলেন, ‘এই বাচ্চা ছেলে, তুমি একাই তো সব পুরস্কার নিয়ে গেলে!’

পুরস্কার পাওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে রিজু এমনটাই জানান। রিজু জাগো নিউজকে বলেন, ‘জীবনে প্রথমবার এত সম্মানজনক পুরস্কার নিয়েছি, তাও আবার প্রধানমন্ত্রীর হাত থেকে। আমার খুব নার্ভাস লাগছিল। ভয় করছিল। এত বড় একটা দিন আমার জন্য অপেক্ষা করছে, সেটা আমি কখনো ভাবিনি।’

তিনি আরো বলেন, ‘সিনেমার পুরো কাজটি টিমওয়ার্ক। এজন্য প্রথমে টিমের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর কাজের প্রতি ভালোবাসা মূল বিষয়। তবে এ প্রাপ্তি মানে প্রকৃতি তার ফিডব্যাক দিয়েছে। কারণ এই চলচ্চিত্রের জন্য আমি চাকরি ছেড়েছি। আমার বউ-বাচ্চাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এসব মিলিয়ে খুবই মানসিক একটা চাপে ছিলাম। এ পুরস্কার পাওয়ার পর মানসিক প্রশান্তি পেয়েছি।’

কারুকাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটি রিয়াজুল রিজু পরিচালিত প্রথম নির্মাণ। ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা এবং রিয়াজুল রিজু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ ও সানজিদা তন্ময়। ছবিটি মুক্তি পায় ২০১৫ সালের ১৮ ডিসেম্বর।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।